বাসে হেরোইন রাখা চালক-সুপারভাইজারের যাবজ্জীবন

হেরোইন রাখার দায়ে মাদক মামলায় এক বাস চালক ও সুপারভাইজারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জের আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার উল্লাপাড়া উপজেলার শিবপুর গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে ও রিফাত পরিবহনের বাস চালক সোহাগ আলী এবং একই উপজেলার রামকান্তপুর গ্রামের মৃত জিতু প্রামানিকের ছেলে ওই একই বাসের সুপারভাইজার লিটন হোসেন। জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৮ সালের ২৯ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর একটি দল নাটোর থেকে আসা ঢাকাগামী রিফাত পরিবহনের বাসে তল্লাশি করেন। এ সময় বাসের চালক ও সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদ করলে তাদের দেখানো বাংকার থেকে ৮৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করে র‍্যাব।

পরে র‍্যাবের ডিএডি ইউনুস আলী সলংগা থানায় উদ্ধার করা হেরোইনসহ তাদেরকে আসামি করে একটি মামলা করেন। মোট আট সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।