পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সদস্যের বিরুদ্ধে ফেসবুকে প্রেমের সর্ম্পক তৈরি করে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুলিশ সদস্য আরএমপির মিডিয়া সেলে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে নির্যাতনের শিকার ছাত্রী আরএমপি পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযুক্ত কনস্টেবল শুভ কুমার (২৬) বগুড়া জেলার আদমদিঘী থানার সজল বিশ্বাসের ছেলে। অভিযোগ পাওয়ার পর শুভকে মিডিয়া সেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস।

জানা যায়, ২১ জুন (মঙ্গলবার) ওই কলেজছাত্রী পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থী উল্লেখ করেন, পুলিশ সদস্য শুভ কুমারের সঙ্গে ফেসবুকে পরিচয়। একসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের কথা বলে শুভ ওই ছাত্রীকে নিয়ে নগরীর লক্ষ্মীপুরের এক আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে একাধিকবার অবস্থান করেন। এমনকি স্বামী-স্ত্রী পরিচয়ে তারা নগরীর একটি বাসা ভাড়া নিয়েও থাকতেন। এরপর গত ১৭ জুন রাতে ভুক্তভোগী ছাত্রী শুভকে বিয়ের কথা বললে সে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় পুলিশ কমিশনার বরাবর ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী।

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর ঘটনার সত্যতা জানা যাবে। আপাতত অভিযুক্ত কনস্টেবলকে মিডিয়া সেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।