সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে নিহত ৩

বগুড়ার শেরপুরে ঘোগা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে দুই নারীসহ তিন জন নিহত হয়েছেন। এ সময় ৯ জন আহত হয়েছেন। 

শুক্রবার (১৫ জুলাই) বিকাল ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ঘোগা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাস দুটি সেতুর ওপর থাকায় একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বেলাল হোসেন বলেন, ‌দুই জন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে মারা গেছেন। আহত ৯ জনকে শজিমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নওগাঁ ছেড়ে আসা ঢাকাগামী নওগাঁ ট্রাভেলসের একটি বাস বিকাল ৩টার দিকে শেরপুরের ঘোগা সেতুর ওপর পৌঁছে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আঁখি পরিবহনের একটি বাস সেতুর ওপর উঠলে নিয়ন্ত্রণ হারায়। এতে দুই বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ নিহত হন। সেই সঙ্গে দুই বাসের চালকসহ ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে এক নারীর মৃত্যু হয়। নিহতদের বয়স ৩০ থেকে ৩৫-এর মধ্যে।

হাইওয়ে পুলিশের শেরপুর ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) একেএম বানিউল আনাম বলেন, সেতুর ওপর দুই বাসের সংঘর্ষের পর এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা করছি আমরা।