চুরি করতে পারে সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে চুরি করতে পারে সন্দেহে কামাল উদ্দিন মন্ডল (৩৪) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

বুধবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার মোকামতলা ইউনিয়নের ডাকুমারা এলাকায় এ ঘটনা ঘটে। বিকালে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত কামাল উদ্দিন মন্ডল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের জাফরুল ইসলাম মন্ডলের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জে থানার ওসি দীপক কুমার দাস বলেন, ‘কামাল উদ্দিন ভবঘুরে ছিলেন। মাঝেমধ্যে বাসাবাড়ি ও দোকানে চুরি করতেন বলে স্থানীয়দের অভিযোগ। কিছুদিন আগে শিবগঞ্জের ডাকুমারা এলাকায় রব্বানীর দোকান ও সাইকেল গ্যারেজে চুরি করেছিলেন।’

ওসি বলেন, ‘বুধবার দুপুরে ওই এলাকায় আসেন কামাল উদ্দিন। তখন ঘোরাফেরা করছিলেন। তাকে ঘোরাফেরা করতে দেখে আবারও চুরি করতে পারেন এমন সন্দেহে আটক করেন এলাকাবাসী। সেইসঙ্গে তাকে পিটিয়ে হত্যা করেন। এরপর মরদেহ ফেলে যান তারা।’

শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রিপন মিয়া বলেন, ‘এলাকাবাসী দাবি করেছেন, কিছুদিন আগে ডাকুমারা এলাকায় একটি সাইকেলের গ্যারেজে চুরির সঙ্গে জড়িত ছিলেন কামাল উদ্দিন। আবারও চুরি করবে এমন সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে তারা। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিকালে এ ঘটনায় কামাল উদ্দিনের ছোট ভাই শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।’