গরু নিয়ে ফেরা হলো না ৩ কৃষকের

বজ্রাঘাতে পাবনার চাটমোহর উপজেলায় দুই এবং সিরাজগঞ্জের কামারখন্দে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ জুলাই) বিকালে এ দুই দুর্ঘটনা ঘটে। 

পাবনা প্রতিনিধি জানান, চাটমোহরের ফৈলজানা ইউনিয়নের ছাইকোলা বিলের মাঠে বজ্রাঘাতে সাইফুল ইসলাম (৪০) ও মো. মফিজ উদ্দিনের ছেলে রেজাউল করিম (৩৬) নামে চাচাতো দুই ভাইয়ের প্রাণ যায়। এ সময় তাদের দুটি গরুও মারা যায়। 

চাটমোহর থানার ওসি জালাল উদ্দিন বলেন, বিকালের দিকে বৃষ্টি শুরু হলে ওই দুই কৃষক গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রাঘাতে তারা মারা যান। তাদের দুটি গরুরও মৃত্যু হয়েছে। 

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক মতিউর মণ্ডল একই গ্রামের মৃত ওয়াহাব মণ্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ থানার ওসি মো. হাবিবুল্লাহ।

রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য শিউলি বেগম বলেন, দুপুরে কৃষক মতিউর গরু নিয়ে মাঠে যান। বিকালের দিকে বৃষ্টি শুরু হলে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় মাঠে বজ্রাঘাতে তার মৃত্যু হয়।