সাইনবোর্ডে আল্লাহর দান, ভেতরে চোরাই মাল

নাটোরের সিংড়া উপজেলার একটি দোকানের সাইনবোর্ডে লেখা ‘আল্লাহর দান’। অথচ ওই দোকানের ভেতরে মিললো চোরাই মালামাল। রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে ‍উপজেলার বামিহাল বাজারের ওই দোকান থেকে তিনটি ট্রান্সফরমার ও ২১টি মোটর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। 

সিংড়া থানার ওসি নূর এ আলম সিদ্দিকী বলেন, ‘আল্লাহর দান টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী দুলাল হোসেনের দোকান থেকে তিনটি ট্রান্সফরমার ও ২১টি মোটর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলার ইটালী ইউনিয়নের পাকুরিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম, আব্দুল হামিদের ছেলে রাজু আহমেদ, মোসলেম উদ্দিনের ছেলে কারিম ও একই এলাকার কুদ্দুসকে আটক করা হয়েছে। এসব মালামাল চুরি করে তারা দুলাল হোসেনের কাছে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’