ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু

জয়পুরহাট সদরের কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতনের শিক্ষক আব্দুর রউফের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী।

অভিযোগের ভিত্তিতে সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে তদন্ত শুরু করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কালেক্টরেট বিদ্যালয়ের একাধিক অভিভাবক অভিযোগ করেন, শিক্ষকরা পিতার আসনে থাকেন। সেই শিক্ষকরাই যদি শিক্ষার্থীদের যৌন নির্যাতন করেন তাহলে এ লজ্জা কার? শেষে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন তারা।

তবে অভিযুক্ত শিক্ষক আব্দুর রউফ দাবি করেন, তার বিরুদ্ধে আসা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। 

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মাহবুব উল আলম বলেন, শিক্ষার্থীদের অভিযোগ পেয়েই বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসককে বিষয়টি অবহতি করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।

জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি মো. শরীফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তদন্তের দায়িত্ব দিয়েছি। তদন্তে অভিযোগের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।