রাতের আঁধারে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৪০ যাত্রী

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকাগামী একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লেগেছে। এ সময় চালক ও সুপারভাইজার পালিয়ে গেলেও দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা ৪০ যাত্রী। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ছোনকা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর নাদির হোসেন জানান, আহসান এন্টারপ্রাইজের একটি বাস লালমনিরহাটের বুড়িমারী থেকে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। বাসে সুপারি, আলু, জাম্বুরাসহ অতিরিক্ত মালামাল এবং অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। রাত ২টার দিকে শেরপুরের ছোনকা এলাকায় মহাসড়কে পৌঁছালে বাসের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। চালক ও সুপারভাইজার বাস থামিয়ে যাত্রীদের নেমে যেতে বলেন। এরপর তারা পালিয়ে যান।

তিনি আরও জানান, খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আনেন। সব যাত্রী নিরাপদে নেমে যেতে পারলেও মালামালসহ বাসের প্রায় অর্ধেক পুড়ে যায়। বাসসহ আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর এ কে এম বানিউল আনাম জানান, অতিরিক্ত গরম হওয়ায় বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়।