রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় এবং আরেকজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। 

তিনি আরও জানান, বর্তমানে ২৪ শয্যাবিশিষ্ট করোনা ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন ১০ জন। তাদের মধ্যে করোনা সংক্রমিত হয়ে ভর্তি রয়েছেন ছয় জন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন দুই জন এবং উপসর্গ নিয়ে দুই জন ভর্তি হয়েছেন।

এদিকে বুধবার (২১ সেপ্টেম্বর) রামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১৪ জন ও জয়পুরহাটের একজনের করোনা শনাক্ত হয়েছে।