শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবকের যাবজ্জীবন 

রাজশাহীতে শিশু ধর্ষণচেষ্টা মামলায় এক যুবককে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। আসামি রাজশাহী জেলার পুঠিয়া থানার তেবাড়িয়া নুরুল ইসলামের ছেলে মামুন (২৫)। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, আসামি মামুন তার প্রতিবেশী এক যুবকের তিন বছরের মেয়ে শিশুকে সবার অগোচরে চানাচুর কিনতে নিয়ে যায়। চানাচুর কিনে ফেরার পথে শিশুটিকে আসামি তার নিজের রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির মা মেয়ের খোঁজে আসামির বাড়িতে গিয়ে চিৎকার শুনতে পান। পরে আসামির ঘরে শিশুকে ধর্ষণের চেষ্টার দৃশ্য দেখতে পান। পরে চিৎকার দিয়ে প্রতিবেশীদের সাহায্য নিয়ে শিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করেন। পরে ঘটনাস্থল থেকে আসামি মামুনকে গ্রেফতার করে পুঠিয়া থানা পুলিশ। 

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা। তিনি বলেন, আসামি ওই তিন বছরের শিশু সন্তানকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে, এটা খুবই দুঃখজনক। আসামি নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ রায় দেন। পরে আসামিকে কারাগারে পাঠানো হয়।