বগুড়ায় হাসপাতালে আগুন, অল্পের জন্য রক্ষা

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘট্না ঘটেছে। এতে পরিত্যক্ত ফার্নিচারসহ কিছু সরঞ্জাম পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের দ্রুত পদক্ষেপে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া গেছে। 

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে হাসপাতালের মেডিসিন বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল ও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হালিম জানান, কিছু পরিত্যক্ত জিনিসপত্র পুড়ে গেছে। তাদের ধারণা, ফেলে দেওয়া সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

হাসপাতালের স্টাফ আবদুল আলিম ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা ১২টার দিকে হঠাৎ করে মেডিসিন বিভাগের সামনে রাখা চেয়ার, টেবিল ও বেডের ফোমে আগুন জ্বলে উঠে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে চিৎকার করে বেরিয়ে আসেন। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে
‘৯৯৯’ নম্বরের মাধ্যমে অবহিত করা হলে তারা দ্রুত ঘটনাস্থলে আসেন। কর্মীরা ১০ মিনিটের চেষ্টা তারা আগুন নিভিয়ে ফেলেন।

হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল জানান, মেডিসিন বিভাগের সামনে টেন্ডারে বিক্রির জন্য পরিত্যক্ত বেড, চেয়ার, টেবিল ও অন্যান্য সরঞ্জাম রাখা ছিল। শুক্রবার (২৫ নভেম্বর) ছুটির দিন হওয়ায় নিরিবিলি ওই স্থানে অনেকে ধুমপান করে থাকেন। ধারণা করা হচ্ছে, কেউ সিগারেটের শেষ অংশ ওখানে ফেলে দিলে আগুন ধরে যায়।

তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত না এলে পাশেই অক্সিজেনের লাইনসহ হাসপাতালের ব্যাপক ক্ষতি হতো।’

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হালিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটে। আগুনে কিছু পরিত্যক্ত চেয়ার, টেবিল ও বেডের ফোম পুড়ে গেছে। 

তিনি আরও জানান, এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।