বাসের পর রাজশাহীতে সিএনজি ও থ্রি-হুইলারের ধর্মঘট

রাজশাহীতে আগামীকাল শনিবার (৩ ডিসেম্বর) বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। এর মধ্যে বৃহস্পতিবার থেকে আগে ১০ দাবিতে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক সমিতি। ফলে রাজশাহী ও পার্শ্ববর্তী জেলা নাটোর, চাঁপাইনবাবগঞ্জ থেকে নেতাকর্মীরা অটোরিকশা যোগে আসছিলেন। তবে চলমান এই বাস ধর্মঘটের মধ্যে এবার সিএনজিচালিত অটোরিকশা ও থ্রি–হুইলারের ধর্মঘটও ডেকেছে জেলা মিশুক–সিএনজি মালিক সমিতি।

মিশুক-সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি আহসান হাবিব জানান, তাদের গাড়ির লাইসেন্স আছে। কিন্তু বাস মালিকেরা তাদের গাড়িকে ‘অবৈধ’ বলেন। মহাসড়কে তাদের গাড়ি চলাচলে বাস মালিকরা বাধা দেয়।

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, ২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য মহাসড়কসহ কোনও রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা ও থ্রি-হুইলার চলবে না।’

দাবি দুটি হলো- বাস মালিকদের বাধা এবং বিআরটিএর হয়রানি বন্ধ করা।