নির্বাচন অফিসে গিয়ে আপ্যায়ন চাইলেন হিরো আলম, পেলেন মিষ্টি

বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মিষ্টিমুখ করিয়েছেন বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকালে বগুড়া-৪ ও ৬ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল নিতে জেলা নির্বাচন অফিসে গেলে তাকে এই আপ্যায়ন করা হয়।

বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বিকালে কেন্দ্রভিত্তিক ফলের শিট নিতে আসেন এই স্বতন্ত্র প্রার্থী। অফিসে এসেই জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানের কাছে তাকে আপ্যায়ন করতে বলেন। এরপরই তার জন্য আনা হয় মিষ্টি।

সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, হিরো আলম কিছু খেতে চাইলে আশপাশের দোকান থেকে মিষ্টি এনে মিষ্টিমুখ করানো হয়েছে। এ ছাড়া তাকে ইভিএমের ফলাফলের কপি ও কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের স্বাক্ষর করা ফলাফলের কপি সরবরাহ করা হয়েছে।