ভালোবাসা দিবসে প্রেমবঞ্চিতদের বিক্ষোভ মিছিল

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মনের মানুষকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। ভালোবাসার অনুভূতি প্রকাশের মাধ্যমে উদযাপন করেছেন দিনটি। তবে একই দিন বিক্ষোভ মিছিল করেছে জয়পুরহাট ‘প্রেমবঞ্চিত সংঘ’ নামের একটি সংগঠনের সদস্যরা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে জয়পুরহাট সরকারি কলেজের সামনের রাস্তায় ও রেল স্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন- ‘তুমি কে, আমি কে- বঞ্চিত, বঞ্চিত’, ‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না’, ‘প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’, ও ‘নষ্ট প্রেমের কাঁথাতে আগুন জ্বালো একসঙ্গে’। মিছিলটি জয়পুরহাট সরকারি কলেজ রোডের সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

joypurhat2

সংগঠনটির জেলা শাখার সভাপতি হামিম মোল্লা বলেন, ‘আমরা প্রেমের বিরোধী নই। তবে ১৪ ফেব্রুয়ারি প্রেমের নামে যে ভণ্ডামি চলে তার প্রতিবাদ করছি। ভালোবাসার নামে দেশে যে অশ্লীলতার ছড়াছড়ি, এটা আমরা চাই না। একজনের একটাই প্রেম থাকবে, একের অধিক আমরা মেনে নেবো না।’

সংগঠনের জেলা শাখার প্রচার সম্পাদক আব্দুল্লাহ বিন আশিক বলেন, ‘আমরা চাই, প্রেম হোক সার্বজনীন। কেউ কেউ ৫-৬টা করে প্রেম করছে। আর চেহারা খারাপ বলে, আর্থিক সঙ্গতি নেই বলে আমরা প্রেম করতে পারছি না।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন- প্রেমবঞ্চিত সংঘের সাধারণ সম্পাদক রনি হাসান, সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি কবিরুল ইসলাম কবির, প্রচার সম্পাদক আব্দুল্লাহ বিন আশিক, দফতর সম্পাদক রাকিব হাসান।