মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার, ট্রেনে কেটে ছাত্রীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কানে মোবাইল ফোন ধরে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কেটে সুমনা বেগম (২২) নামে কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার সুখানপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিকালে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম এ তথ্য দিয়েছেন। বগুড়া রেলওয়ে পুলিশ ও স্বজনরা জানান, সুমনা বেগম গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের গজারিয়া দক্ষিণপাড়া গ্রামের রং মিস্ত্রি রুবেল মিয়ার স্ত্রী। স্থানীয় সৈয়দ আহমদ কলেজের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিলেন।

তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্বশুরবাড়ি থেকে হেঁটে কলেজে যাচ্ছিলেন। মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় সান্তাহার ছেড়ে আসা বোনারপাড়াগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ওই এলাকা অতিক্রম করছিল। ট্রেনের চালক দেখে বার বার হর্ন দিলেও শুনতে পাননি। এক পর্যায়ে ট্রেনে কেটে তার মৃত্যু হয়।

লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।