সিরাজগঞ্জে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

যাবজ্জীবনসিরাজগঞ্জে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. ঈমান আলী শেখ এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- মাদারীপুর জেলার শিবচর উপজেলার আলেপুর গ্রামের পারুল আকতার (৫০), শরিয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামের  আছমা বেগম (৪৭) ও ঝালকাঠি জেলার নলছটি উপজেলার ডুবিল গ্রামের মঞ্জু মিয়া (৪০)।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. সিরাজুল ইসলাম জানান, ২০০৫ সালের ২৬ মে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় পুলিশের নিয়মিত অভিযানে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৯০ গ্রাম হেরোইনসহ পারুল ও আছমা বেগমকে মাইক্রোবাসসহ আটক করা হয়। এ ঘটনায় ওই দুই নারীসহ তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয় পুলিশ। মামলার শুনানি শেষে আসামি মঞ্জু মিয়ার উপস্থিতিতে এ রায় প্রদান করেন বিচারক। তবে অপর দুই আসামি জামিন নিয়ে পলাতক রয়েছেন।
/এআর/