ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

বগুড়ার দুপচাঁচিয়ায় মেরাজুল ইসলাম (৫০) নামে এক মুদি ব্যবসায়ীকে মারধর করে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তালোড়া সরকারি কলেজের পাশে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীরা জানান, মুদি ব্যবসায়ী মেরাজুল ইসলাম দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার মুক্তাগাছা এলাকার বাসিন্দা। তিনি শনিবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে ব্যাগে দুই লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তালোড়া সরকারি শাহ্ এয়তেবাড়িয়া কলেজের উত্তর পাশে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারীর খপ্পড়ে পড়েন। তারা মারপিট ও মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তারা তার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। মেরাজুলের চিৎকার শুনে গ্রামবাসীরা এসে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। মামলা পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।