এক স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দিলেন ১৭ জন

বগুড়া দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের এক চিঠিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুন্নাহারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণের বিষয়ে ১৭ জন অভিযোগ করেছেন। আগামী রবিবার (১৬ জুলাই) সকাল ১০টায় অভিযোগের সরেজমিন তদন্তের দিন ধার্য করা হয়েছে। ওই দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযোগকারী পরিবার কল্যাণ সহকারীদের প্রমাণসহ উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

জানা গেছে, ডা. শামসুন্নাহারের বিরুদ্ধে উপজেলা পরিবার কল্যাণ সহকারীদের কোভিড-১৯ ভ্যাকসিনেশনের সম্মানী ভাতা যথাযথভাবে না দেওয়াসহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগ ওঠে। গত ২৫ জুন পরিবার
কল্যাণ সহকারী আফরোজা বেগম, রাবেয়া খাতুন, রিনা খাতুন, শম্পা খাতুন, হাবিবা সুলতানা, নিলুফা ইয়াসমিন, মার্জিনা আক্তার, কাত্যায়নী বর্মন, শরিফা খাতুন, নাছিমা খাতুন, আজমিন, ফারহানা নুসরাত, মাহবুবা খাতুন, শম্পা সরকার, জান্নাতি, সুরাইয়াসহ ১৭ জনের স্বাক্ষরিত অভিযোগ জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা বিভাগসহ বিভিন্ন দফতরে পাঠানো হয়।

তবে অভিযুক্ত শামসুন্নাহার এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।