মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার চান্দাইল গ্রামের ফেরদৌসের ছেলে রবিউল ইসলাম (১৮) ও নাটোর জেলার হাজিরহাট গ্রামের লিটনের ছেলে রকি (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই মোটরসাইকেলে করে চার বন্ধু ঘোরাঘুরির জন্য দেলুয়াবাড়ি বাজার থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর বাজারে মোটরসাইকেল দুইটি ভ্যানের পেছনে ধাক্কা লাগে। এতে দুই মোটরসাইকেলে থাকা চার জনই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

আর আহত তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরেকজন মারা যান। মোটরসাইকেলের পেছনে বসে থাকা আহত আরও দুই জন হাসপাতালে চিকিৎসাধীন।

মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, দুর্ঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।