হিরো আলমের ফেসবুক পেজ হ্যাক করেছে ‘উগান্ডা সাইবার টিম’

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) রাত আড়াইটার পর থেকে পেজটির নিয়ন্ত্রণে নেয় হ্যাকাররা। হ্যাক হওয়ার পর পেজটি থেকে অশ্লীল ছবি পোস্ট এবং সেখানে একটি স্ট্যাটাস দেওয়া হয়। যেখানে লেখা, উগান্ডা সাইবার টিম পেজটি হ্যাক করেছে।

রবিবার (৩১ মার্চ) বিকালে হোয়াটসঅ্যাপে জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম। আমি দুটি ছবির কাজের জন্য এখন কলকাতায় আছি জানিয়ে হিরো আলম বলেন, ‘এখন দুটি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছি। পেজটি ফিরে পেতে ডিএমপির ডিবিকে জানিয়েছি। এর পাশাপাশি আমার লোকজনও কাজ করছে। যদি পেজ ‍উদ্ধার করা না যায়, তাহলে ঢাকায় ফিরে ডিবিতে লিখিত অভিযোগ দেবো।’ 

কীভাবে পেজটি হ্যাক হয়েছে জানতে চাইলে হিরো আলম বলেন, ‘শনিবার রাত আড়াইটার দিকে উগান্ডা সাইবার টিম পেজটি হ্যাক করেছে। এরপর প্রোফাইল পিকচার চেঞ্জ করে কাশ্মিরের সাবেক স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানির ছবি দেওয়া হয়েছে। এছাড়া তারা হ্যাক করার পর অশ্লীল ছবিও আপলোড করেছে, যা সরিয়ে নিয়েছে ফেসবুক। কিন্তু আর আমি পেজটিতে লগইন করতে পারছি না।’

যারা আমার ভালো চায় না, তারাই এই কাজ করেছে অভিযোগ করে তিনি আরও বলেন, ‘আমার ওপরে ওঠা তাদের সহ্য হয় না। এর আগেও পেজ হ্যাক করা হয়েছিল। অনেকে চায় না, হিরো আলম অনলাইনে থাকুক। কিন্তু এসব করে আমাকে কেউ থামাতে পারবে না। ঢাকায় ফিরে আইনি পদক্ষেপ নেবো।’ 

হিরো আলম বগুড়া সদরের এরুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি কয়েকবার এরুলিয়া ইউনিয়নের নির্বাচনে সদস্য পদে ভোট করে পরাজিত হন। চলতি বছর বগুড়া-৪ আসনের নির্বাচনে এমপি প্রার্থী হয়েছিলেন। এই আসনে পরাজয় হয় তার। এর আগে গত বছর বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে এবং ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও অংশ নিয়েও পরাজিত হন।