সৈয়দপুরে মাংস ব্যবসায়ীদের ধর্মঘট

নীলফামারীনীলফামারীর সৈয়দপুর শহরে বর্ধিত টোল কমানোর দাবিতে ধর্মঘট করছেন স্থানীয় মাংস-ব্যবসায়ীরা। ফলে, গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) থেকে সেখানে পশু জবাই বন্ধ আছে। ক্রেতাদের মাংস কিনতে হচ্ছে শহরের বাইরে গিয়ে।

সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হাসান কোরায়শী বলেন, ‘আশপাশের জেলাগুলোতে এখনও গরু প্রতি ২০ টাকা ও ছাগল প্রতি ১০ টাকা হারে টোল আদায় করা হয়। কিন্তু সৈয়দপুর পৌরসভা গত আগস্টে হঠাৎ করে গরু জবাইয়ে ১০০ টাকা ও ছাগল জবাইয়ে ৫০ টাকা টোল নির্ধারণ করে দেয়।’

সমিতির নেতার জানান, টোল নিয়ে মাংস ব্যবসায়ীরা একাধিকবার পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হলে ঈদের পর কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান নেতারা।

সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার বলেন, ‘প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে গেজেট অনুযায়ী ওই টোল নির্ধারন করা হয়েছে। মাংস ব্যবসায়ীদের আন্দোলন ভিত্তিহীন।’

/এআরএল/

আরও পড়ুন: 

রাবি শিক্ষকের লাশ উদ্ধার

‘বাংলাদেশে যাও, নয়তো অধিনায়কত্ব ছাড়ো’