রংপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

যাবজ্জীবনরংপুরের পীরগজ্ঞে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী একাব্বর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, পীরগজ্ঞ উপজেলার ভোন্ডাবাড়ি এলাকার একাব্বর হোসেন বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী রিনা বেগমকে নির্যাতন করতেন। ২০১৩ সালের ৩ মে রাতে একাব্বর তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশের গলায় ওড়না পেঁচিয়ে ঘরের মধ্যে বাঁশের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। এলাকাবাসী একাব্বরকে ধরে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় নিহতের ভাই রওশন আলী বাদী হয়ে পীরগজ্ঞ থানায় হত্যা মামলা করেন। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।  আসামি আগেও তিনটি বিয়ে করেন বলে আদালত সূত্রে জানা গেছে।

সরকারপক্ষে মামলাটি  পরিচালনা করেন অ্যাডভোকেট ফারুখ মো. রেজাউল করিম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট কমল চন্দ্র বর্মণ।

আরও পড়ুন:
রংমিস্ত্রি জহির আয়ের অর্ধেকই ব্যয় করেন জনকল্যাণে

/বিটি/