নীলফামারীতে প্রতিবন্ধী স্কুল পরিদর্শনে সংস্কৃতিমন্ত্রী

রামনগরে প্রতিবন্ধী স্কুল পরিদর্শনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর

নীলফামারী জেলা সদরের রামনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি প্রতিবন্ধী স্কুলে পরিদর্শনে আসেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বেড়ে ওঠার সকল সুযোগ সুবিধা পেলে প্রতিবন্ধী শিশুরাও দেশ ও সমাজের সম্পদে পরিণত হতে পারবে বলে এ সময়  তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের শিক্ষিত ও প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী দক্ষ করে গড়ে তুললে তারাও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

শুক্রবার (১১নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পরিদর্শনে আসেন সংস্কৃতিমন্ত্রী। এসময় তাকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়।

মন্ত্রী বলেন, একজন মানুষের প্রতিবন্ধিতা কোনও বাধা বা অপরাধ নয়। মেধা ও দক্ষতা অনুযায়ী বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করে দেওয়ার লক্ষ্যে আমাদের সকলের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। তাদের প্রতি অবহেলা নয়, দেখতে হবে সম্ভাবনার দৃষ্টিতে।

মন্ত্রী প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং কিছুক্ষণ সময় কাটান তিনি। এসময় উপস্থিত সুধিসমাবেসে প্রতিবন্ধী স্কুল অ্যান্ড রিসোর্স সেন্টারটিকে স্থায়ীভাবে আধুনিকায়নের আশ্বাস দেন।

তিনি বলেন, এটি প্রতিষ্ঠিত হলে, প্রায় ৩শ’ প্রতিবন্ধী শিশু শিক্ষার্থী লেখা পড়া করার সুযোগ পাবে।

প্রতিবন্ধী স্কুল এন্ড রিসোর্স সেন্টারের শিক্ষিকা তফুরা আকতার জানান, ২০১৩ সাল হতে ওই প্রতিষ্ঠানটি তিনি তার ব্যক্তিগত উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালনা করে আসছেন। এ মুহূর্তে এখানে ১০৫ জন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থী অধ্যয়নরত আছে।

/এইচকে/