সাঁওতালদের ওপর হামলা: দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

RANGPUR MANOB BANDHON PHOTOগাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলার ঘটনার মূলহোতাদের আগামী ৬ ডিসেম্বরের মধ্যে গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলা শাখা। সোমবার সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে সাঁওতালদের ওপর হামলার প্রতিবাদের মানববন্ধন শেষে এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্র নাথ সরেন অভিযোগ বলেন,  সাঁওতালদের বাড়িতে আগুন দিয়ে মালামাল লুটকারীদের প্রধান স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ ও ইউপি চেয়ারম্যান বুলবুলসহ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশ তাদের গ্রেফতার করছেনা। এছাড়া গুলি করে ৩ আদিবাসীকে নৃশংসভাবে হত্যা ও তিনজনকে গুলিবিদ্ধ করে চিরতরে পঙ্গু করার পরেও উল্টো আদিবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

সমাবেশ থেকে আগামী ৬ ডিসেম্বরের মধ্যে এমপি ও ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য আসামিদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে ঘোষণা দেন তিনি।

সমাবেশে থেকে আগামীর ৬ ডিসেম্বর প্রতিটি জেলায় সংহতি সমাবেশ ও পুলিশের গুলিতে নিহত ৩ আদিবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুণ্ডা, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজিব কুমার মাহাতো , সিপিবি কেন্দ্রীয় উপদেষ্ঠা পরিষদের সদস্য শাহাদত হোসেন, জেলা সম্পাদক শাহিন রহমান, নারী নেত্রী হাসনা চৌধুরী, ওয়ার্কাস পাটি নেতা নজরুল ইসলাম হক্কানী, জাসদ নেতা গৌতম রায়  ও বাসদ নেতা আব্দুল কুদ্দুস প্রমুখ।

/এমডিপি/