নীলফামারীতে জেলা পরিষদ নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নীলফামারীজেলা পরিষদ নির্বাচনে দাখিলকৃত প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই বাছাইয়ে ওয়ার্ড সদস্য পদে তিনজন ও সংরক্ষিত আসনের সদস্য পদে একজনসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাছাই বাছাইকালে নির্বাচনের জেলা রির্টানিং অফিসার জেলা প্রশাসক জাকীর হোসেন ওই চারজনের মনোনয়নপত্র বাতিল করেন।

সহকারী রির্টানিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন জানান, বাতিলকৃত চারজনের মনোনয়নপত্রের মধ্যে রয়েছে সংরক্ষিত ৩ নম্বর নারী আসনে চারজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী খাদিজা বেগম, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডের ৭ জন প্রার্থীর মধ্যে একজন তারিক আকরাম তপন, ৭ নম্বর ওয়ার্ডে ৬ জন প্রার্থীর মধ্যে একজন মো. শাহজাহান ও ১১ নম্বর ওয়ার্ডে ৬ প্রার্থীর মধ্যে একজন গোলাম রব্বানী শাহ।

গত ১ ডিসেম্বর মনোয়নপত্র দাখিলের শেষ দিন বিকাল ৫ পর্যন্ত  চেয়ারম্যান পদে ২ জন ১৫টি সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৭৯ জন ও ৫টি সংরক্ষিক নারী আসনে ১৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছিল।

মনোনয়নপত্র বাছাই শেষে এখন চেয়ারম্যান পদে দুজন, ৫টি সংরক্ষিত ওয়ার্ডে ১৭ জন ও ১৫টি সাধারণ ওয়ার্ডে ৭৬ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী রইল।

আগামী ১১ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও প্রতীক বরাদ্দ  এবং ২৮ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

/এমডিপি/