নীলফামারীর বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন

Nilphamari Pic (2) 09.12.2016আন্তর্জাতিক গণহত্যা দিবস উপলক্ষে নীলফামারী সরকারি কলেজ চত্বরে থাকা বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় মোমবাতি প্রজ্বলন ও এক মিনিটের নিরবতার কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি শেষে কলেজের অধ্যক্ষ দেবী প্রসাদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক গোলাম মওলা খান, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবুল হাসান, সম্মিলিত সাংস্কৃতি জোটের জেলা আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল, সাংবাদিক তাহমিন হক ববী ও কলেজের শিক্ষার্থী মনিরুল হাসান আপেল প্রমুখ।

এ দিকে জেলার ডিমলা, জলঢাকা ও সৈয়দপুরের বধ্যভূমিতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদেও  এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারগুলোর সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

/এমডিপি/