এমপি লিটন হত্যা: ৬ জনের রিমান্ডের আবেদন

আটকগাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে আটক ১২ জনের মধ্যে ছয় জনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। শনিবার বিকেলে সুন্দরগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাদের রিমান্ড আবেদন করা হয়। এই ৬ জনের মধ্যে জামায়াতের অর্থদাতা মো. ফরিদও (৮০) রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অন্যদের পরিচয় জানা যায়নি।

জেলা আদালতের কোট ইন্সপেক্টর (জিআরও) এনামুল হক জানান, আদালতের বিচারক রিমান্ড আবেদন আমলে নিয়ে ৮ জানুয়ারি শুনানির দিন ধার্য্য করেছেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘এমপি লিটন হত্যায় জড়িত সন্দেহে শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১২জন নেতা-কর্মীকে আটক করা হয়।’

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, শনিবার ভোর থেকে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১২ জনকে আটক করা হয়। এদের মধ্যে নাশকতা মামলা আসামি থাকায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এবং ছয়জনকে লিটন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

আটক মো. ফরিদ সুন্দরগঞ্জ উপজেলার সর্বনান্দ ইউনিয়নের রামভদ্র (কদমতলা) গ্রামের বাসিন্দা। তিনি সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের অর্থ যোগানদাতা।

/এমডিপি/