কুড়িগ্রামে তীব্র ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত

অব্যাহত শীত ও কনকনে ঠাণ্ডায় কুড়িগ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলা সূর্যের দেখা মিললেও সন্ধ্যা থেকে রাত বাড়ার সঙ্গে বাড়তে থাকে শীত ও ঠাণ্ডার তীব্রতা। পাশাপাশি পথ-ঘাট ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায়। এ অবস্থা চলে প্রায় দুপুর পর্যন্ত।

ঠাণ্ডায় আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টাকুড়িগ্রাম আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা বুধবারের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম। এ অবস্থা আরও কয়েকদিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ অবস্থায় জেলার হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশাপাশি দুর্ভোগ বেড়েছে কৃষি শ্রমিকদের। বোরো চারা লাগানোর মৌসুম শুরু হলেও মাঠে নামতে পারছেন না বেশিরভাগ কৃষি শ্রমিক। এছাড়া ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা।

শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসন থেকে ৫৩ হাজার ১৮৫টি কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে শীতের তীব্রতায় কষ্ট পাচ্ছেন নিম্ন আয়ের অসংখ্য মানুষ।

/এমও/