গাইবান্ধায় ৪ পুলিশ হত্যা মামলায় প্রভাষক ইউসুফ আলী ফের গ্রেফতার

গাইবান্ধা জেলাগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশকে পিটিয়ে হত্যা মামলাসহ একাধিক নাশকতার মামলায় প্রভাষক মোহাম্মদ ইউসুফ আলীকে (৪২) ফের গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ফুলছড়ি ডিগ্রি কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ ইউসুফ আলী ফুলছড়ি ডিগ্রি কলেজের বাংলা বিষয়ের প্রভাষক। তিনি ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের পারুল গ্রামের বাসিন্দা। এছাড়াও তিনি বগুড়া আজিযুল হক কলেজের সাবেক (এজিএস) ছিলেন।

ওসি আব্দুল খালেক জানান, ইউসুফ আলী সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে চার পুলিশকে পিটিয়ে হত্যা মামলার চার্জশিটভুক্ত অন্যতম পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে ৫ জানুয়ারি নির্বাচনে একাধিক নাশকতা মামলা রয়েছে। সম্প্রতি এসব মামলা আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গোপন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানানা, গ্রেফতারের পর ইউসুফ আলীকে ফুলছড়ি থানা হাজতে রাখা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এর আগেও ইউসুফ আলী নাশকতা মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে খেটেছেন। সম্প্রতি তিনি জামিনে কারাগার থেকে মুক্ত হন।

/এমডিপি/