ওসি কুনিও হত্যা মামলার রায় ২৮ ফেব্রুয়ারি

ওসি কুনিও হত্যা মামলার আসামিরা
রংপুরে জাপানি নাগরিক ওসি কুনিও হত্যা মামলার রায় আগামী ২৮ ফেব্রুয়ারি ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আদালত। রবিবার রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে চাঞ্চল্যকর এ হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়।

বাদীপক্ষের আইনজীবী বিশেষ পিপি রথিশ চন্দ্র জানান, চাঞ্চল্যকর এই মামলায় ৬০ কার্যদিবসে বাদীপক্ষের ৫৫ জন এবং আসামিপক্ষে একজনসহ মোট ৫৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। আজ  রবিবার ছিল দুইপক্ষের যুক্তিতর্ক প্রদর্শনের দিন। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাদী ও আসামিপক্ষ মামলার বিভিন্ন দিক নিয়ে তাদের যুক্তি প্রদর্শন করেছেন।

তিনি জানান, বাদীপক্ষ সন্দেহাতীতভাবে আসামিদের বিরুদ্ধে আনা হত্যা মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছে। তারা আসামিদের মৃত্যুদণ্ড দাবি করেছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কচু আলুটারী গ্রামে জাপানি নাগরিক  ওসি কুনিও রিকশায় তার ঘাসের খামারে যাচ্ছিলেন। পথে  জেএমবি সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। তদন্তকালে পুলিশ জঙ্গি মাসুদ রানাকে গ্রেফতার করলে সে জাপানি নাগরিককে হত্যার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেটকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে সে তার সহযোগীদের নাম জানায়। তদন্ত শেষে পুলিশ মাসুদ রানা, এছাহাক আলী, লিটন মিয়া, সাখাওয়াত হোসেন, আবু সাঈদসহ আট জঙ্গির নামে আদালতে চার্জশিট দাখিল করে।

/বিটি/

আরও পড়ুন:

সম্প্রচার আইন আগামী অধিবেশনেই: তথ্যমন্ত্রী