মন্ত্রীর উপস্থিতিতে দিনাজপুরে মহিলা লীগের কাউন্সিলে গোলযোগ

Dinajpur Mohila Lig Photo-02২২

প্রায় ২২ বছর পর দিনাজপুরে আয়োজিত মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে মন্ত্রীর উপস্থিতিতে গোলযোগ হয়েছে। এ সময় নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

তবে এ সময় তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেন, ছাত্রলীগের মাস্তানদের পিটিয়ে মানুষ করা হবে। কাউন্সিল চলাকালে বিক্ষোভ মিছিলসহ দুই দফা পটকা বিস্ফোরণ ঘটান কাউন্সিল বিরোধী নেতাকর্মীরা।

সোমবার সকাল থেকেই দিনাজপুরের নাট্য সমিতি অডিটরিয়ামে মহিলা লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছিল। সকাল সাড়ে ১১টার দিকে কাউন্সিল বিরোধী একটি দল ভিতরে ঢুকে ব্যানার ছিঁড়ে ফেলে ও সভামঞ্চ তছনছ করে। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার কাউন্সিল চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এই কাউন্সিলে মহিলা আওয়ামী লীগ নেত্রী লুলু আফসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, কেন্দ্রীয় নেত্রী ইয়াসমিন হোসেন, বনশ্রী স্মৃতি কোণা বিশ্বাস প্রমুখ। তবে কাউন্সিলে উপস্থিত ছিলেন না জেলা কমিটির সভানেত্রী সুলতানা কোহিনুর বুলবুল এবং সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুনসহ তার অনুসারিরা।

দুপুর সাড়ে ১২টার দিকে কাউন্সিল বিরোধী সেহেলী আক্তার ছবি, শিউলী, সম্পা দাস মৌসহ মহিলা আওয়ামী লীগের সদস্যরা বিক্ষোভ মিছিল নিয়ে সম্মেলন গেটের সামনে আসেন। এসময় পুলিশ তাদের বাধা দিলে তারা গেটের সামনে বিক্ষোভ করেন। ছাত্রলীগ নেতা রায়হান ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের সঙ্গে যুক্ত হয়। 

এ সময় তারা বলেন, কোনও প্রচার ছাড়াই কার্যকরী একটি গ্রুপকে বাদ দিয়ে কাউন্সিল হচ্ছে। তাছাড়া কাউন্সিলের ব্যানারে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের নাম নেই। তাই তারা এর বিরোধীতা করছেন। কাউন্সিলে মাঠ পর্যায়ের নেত্রীদের বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। বিক্ষোভ চলাকালে মূল দরজা বন্ধ করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

দুপুর ২টার দিকে কাউন্সিল শেষ করে বেরিয়ে আসার সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বিরোধীদের তোপের মুখে পড়েন। এ সময় মন্ত্রী উত্তেজিত হয়ে একজনকে উদ্দেশ্য করে বলেন, ‘ছাত্রলীগ কর, চাপড়িয়ে সোজা করে দিব। তোমার মত কত মাস্তানকে মানুষ করেছি। আমার সামনে মাস্তানী’

এর আগে কাউন্সিলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, নিজের সমর্থন থাকতে পারে। তবে অধিকাংশ নেতাকর্মী যাকে চাইবে তাকেই নেত্রী করা হবে। এখানে আমার করার কিছু নেই।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন হোসেন জেলা মহিলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

এদিকে বিকেল ৫টায় দিনাজপুর প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করে জেলা মহিলা লীগের নেত্রীরা। এ সময় জেলা কমিটির সভানেত্রী সুলতানা কোহিনুর বুলবুল এবং সাধারন সম্পাদক তারিকুন বেগম লাবুন বলেন, গঠনতন্ত্র না মেনেই এই কাউন্সিল ডাকা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন : গোপালগঞ্জে ৯০ ভাগ স্কুলে শহীদ মিনার নেই