লালমনিরহাটে সাংবাদিককে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় মামলা


b14efcf754bf7728919a4d60d9e15dd3-56d2f86ea12a5লালমনিরহাটের আদিতমারীতে রেজাউল করিম রাজ্জাক (৩৩) নামে এক সাংবাদিককে পুড়িয়ে মারা চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) রাতে সাংবাদিক রাজ্জাক বাদী হয়ে এ মামলাটি করেন।



রেজাউল করিম রাজ্জাক উপজেলার কমলাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি দৈনিক বাংলাদেশ সময় পত্রিকায় আদিতমারী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
আদিতমারী থানা পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের দুটি রাস্তার লক্ষাধিক টাকার ৭টি গাছ কর্তন করেন স্থানীয় একটি চক্র। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক রেজাউল করিম রাজ্জাক। বিষয়টি জানতে পেয়ে ওই চক্রের হোতা কমলাবাড়ি কুমড়িহাট এলাকার স্কুলশিক্ষক মৃত মতিয়ার রহমানের ছেলে মাহবুবার রহমান বাবু ওই সাংবাদিককে রবিবার মোবাইলে অকথ্য ভাষায় গালমন্দ করে হত্যার হুমকি দেন। একই দিন বিকালে সাংবাদিক রেজাউল বাড়ি থেকে বের হয়ে প্রেসক্লাবের উদ্দেশে বের হলে মিলন বাজার নামকস্থানে রাজ্জাকের মোটরসাইকেলের গতিরোধ করে তেলের লাইন খুলে আগুন ধরানোর চেষ্টা করে মাহবুবার রহমান বাবু। এ সময় সাংবাদিক রাজ্জাকের চিৎকারে পাশ্ববর্তী লোকজন দৌঁড়ে এসে তাকে এবং মোটরসাইকেলটি উদ্ধার করেন। এ ঘটনায় সাংবাদিক রাজ্জাক বাদী হয়ে মাহবুবার রহমানকে আসামি করে আদিতমারী থানায় রাতেই মামলা দায়ের করেন।
সাংবাদিক রেজাউল করিম রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে আদিতমারী প্রেসক্লাবের উদ্দেশে বাড়ি থেকে বেড় হলে পথিমধ্যে আমাকে গতিরোধ করে মোটরসাইকেলের তেলে লাইন খুলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। আমার চিৎকারে লোকজন ছুটে এসে আমাকে ও মোটরসাইকেলটি উদ্ধার করেন।’
আদিতমারী প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন বলেন, ‘এ বিষয়ে প্রেসক্লাবে জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আদিতমারী থানায় এহাজার দাখিল করা হয়। পরে মামলা নথিভূক্ত করা হয়েছে। অবিলম্বে আসামি গ্রেফতার না করা হলে কর্মসূচি দেওয়া হবে।’
আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় মামলা রেকর্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামি মাহবুবার রহমান বাবুকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
/এআর/