দিনাজপুরে দুই জেএমবি সদস্য গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিদিনাজপুরের চিরিরবন্দরে অভিযান চালিয়ে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা হলো- চিরিরবন্দর উপজেলার নশরতপুর ডাঙ্গাপাড়ার আজিজুর রহমানের ছেলে জাকির হোসেন ও নশরতপুর মাছুয়াপাড়ার হানিফ মিয়ার ছেলে মো. মানিক মিয়া।

শুক্রবার (২৪ মার্চ) বিকাল সাড়ে ৫টায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালতের বিচারক গোপাল চন্দ্র রায় তাদেরকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

দিনাজপুর ডিবির ওসি মো. মনিরুজ্জামান জানান, জঙ্গি জাকির ও মানিক ২০১৫ সালের ৪ ডিসেম্বর দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক কান্তজিউ রাস মেলা প্রাঙ্গণে বোমা হামলার ঘটনার সঙ্গে জড়িত। দীর্ঘ ১৬ মাস ধরে তারা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ বাড়িতে অবস্থান নিশ্চিত হওয়ার পর তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলার পাশাপাশি গত শুক্রবার চিরিরবন্দর থানায় সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ডিবির এসআই বজলুর রশিদ।

/এআর/