যুবদল নেতাকর্মীদের লিফলেট বিতরণের সময় পুলিশী বাধার অভিযোগ

RANGPUR JUBODAL LIFLET BITORON PHOTO

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার পরিবারসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে লিফলেট বিতরণের সময় পুলিশ বাধা দেয় বলে নেতাকর্মীরা অভিযোগ করেছেন। পরে বাকবিতণ্ডার এক পর্যায়ে লিফটেল বিতরণের জন্য ১০ মিনিট সময় ও এলাকা নির্ধারণ করে দেয় পুলিশ।

নেতাকর্মীরা জানান, দুপুর ১২টার দিকে যুবদল নেতাকর্মীরা নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ে একত্রিত হয়ে তাদের দাবি সম্বলিত লিফলেট নিয়ে বের হলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ তাদের জানায় লিফলেট বিতরণ কিংবা মিছিল কিছুই করা যাবে না। এ নিয়ে যুবদল নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের শুধু কার্যালয়ের আশপাশের এলাকায় ১০ মিনিটের জন্য লিফলেট বিতরণের অনুমতি দেন। পরে মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনের নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা তাদের কার্যালয়ের আশপাশের কয়েকটি দোকানে লিফলেট বিতরণ করে আবার দলীয় কার্যালয়ে ফিরে আসেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক নাজু অভিযোগ করে বলেন, 'আমরা কোনও মিছিল বা সমাবেশ করছি না। এ ধরনের কোনও কর্মসূচিও আমাদের ছিল না। আমরা শুধু আমাদের দাবি সম্বলিত লিফলেট বিতরণ করতে দলীয় কার্যালয়ে এসেছিলাম।'

এ ব্যাপারে ঘটনাস্থলে কর্তব্যরত এসআই শাহিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

/জেবি/

আরও পড়তে পারেন: হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান ফখরুলের