খুঁটিতে বেঁধে শিশু নির্যাতন: নির্যাতনকারী‌দের বাঁচা‌তে মানববন্ধন

FB_IMG_1492172724029

কু‌ড়িগ্রা‌মের ভূরুঙ্গামারী উপ‌জেলার পা‌টেশ্বরী বাজা‌রে নবব‌র্ষের দিন রঙ দেওয়া‌কে কেন্দ্র ক‌রে শিশু‌ মাসুদকে খুঁ‌টি‌তে বেঁধে নির্যাতনের ঘটনা থেকে অপরাধীদের বাঁচাতে একটি মহল মানববন্দন কয়েছে। মঙ্গলবার দুপু‌রে উপ‌জেলার পা‌টেশ্বরী বাজা‌রে এলাকবাসীর ব্যানা‌রে এই মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

পাইকের ছড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন এর নেতৃ‌ত্বে মানববন্ধ‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন পাটেশ্বরী বাজারের বেশ কিছু ব্যবসায়ী।নির্যাতনকারী‌দের বাঁচা‌তে মানববন্ধন

এদি‌কে, মাসুদ‌কে নির্যাত‌নের অভিযোগের তার বাবা ম‌ফিজুল তিন জনের নাম উল্লেখ ক‌রে ভূরুঙ্গামারী থানায় ওই রা‌তেই একটি মামলা করেন। এর ম‌ধ্যে প্রধান আসা‌মি স্থানীয় ডে‌কো‌রেটর ব্যবসায়ী আলম আদালত থে‌কে জা‌মিন নি‌য়ে‌ছে ব‌লে জানা গেছে। ত‌বে আল‌মের সহ‌যোগী ফ‌রিদুলসহ অপর দুই আসা‌মি পলাতক র‌য়ে‌ছেন।

‌নির্যাত‌নের শিকার শিশু মাসু‌দের বাবা জানান, 'আমার ছে‌লে‌কে বেঁধে মার‌ছে ব‌লেই আমি আইনের আশ্রয় নিয়েছি, এখন আসামিদের বাঁচা‌নোর জন্য অনেকেই বি‌ভিন্ন কথা বলছে।'

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র প‌ন্ডিত জানান, অভিযুক্ত এক আসা‌মি আদালত থে‌কে জা‌মিন নি‌য়ে‌ছে, অপর দুইজন‌কে ধর‌তে অভিযান চল‌ছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (প‌হেলা বৈশাখ) বর্ষবরণ উৎসবে পাটেশ্বরী এলাকায় শিশুদের সঙ্গে মাসুদ (১১) রঙ খেলছিল। এসময় পাটেশ্বরী বাজারের ডেকোরেটর ব্যবসায়ী আলমের গায়ে রঙ লেগে যায়। এতে আলম ক্ষিপ্ত হয়ে তার সহযোগী ফরিদুলসহ ৩-৪ জনকে নিয়ে মাসুদকে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। বাংলা ট্রি‌বিউনসহ সামাজিক যোগা‌যোগ মাধ্যমে এ খবর প্রকাশ হ‌লে বিষয়টি আলোচনায় আসে।

/জেবি/

আরও পড়তে পারেন: ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস আজ