রংপুরকে জঙ্গি ও মাদকমুক্ত রাখতে সাড়ে ৩ লাখ শিক্ষার্থীর শপথ

রংপুর কালেকটরেট মাঠে শিক্ষার্থীদের জঙ্গি ও মাদকমুক্ত শপথবাক্য পাঠ করান জেলা পুলিশ সুপার (ছবি: ফোকাস বাংলা) জেলাকে মাদক ও জঙ্গিমুক্ত করার লক্ষ্যে রংপুরের প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী শপথ নিয়েছে। আজ  বুধবার সকাল ১০টায় এক যোগে জেলার ৮৭২টি স্কুল, কলেজ, মাদ্রাসার প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে মাদক ও জঙ্গিমুক্ত থাকার শপথ বাক্য পাঠ করে। জেলা পুলিশের আয়োজনে এ শপথ অনুষ্ঠিত হয়।

রংপুর পুলিশ লাইন মাঠে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীদের নিয়ে শপথ গ্রহণের আগে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।এরপর সকাল ১০টায়  শপথবাক্য পাঠ করান রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান। এ সময় পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুখসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রংপুর কালেকটরেট মাঠে শিক্ষার্থীদের জঙ্গি ও মাদকমুক্ত শপথবাক্য পাঠ করান জেলা পুলিশ সুপার (ছবি: ফোকাস বাংলা)শিক্ষার্থীরা রংপুরকে মাদকমুক্ত ও জঙ্গিমুক্ত রাখতে সব সময় সচেষ্ট থাকার অঙ্গীকার করে। সেইসঙ্গে একে অপরকে সব সময় সাহায্য সহযোগিতা করারও অঙ্গীকার করে।

এদিকে রংপুর জেলাকে মাদক ও জঙ্গি মুক্ত রাখার জন্য পুলিশ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষকরা শিক্ষার্থীদের পরিবারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

/বিএল/