সৈয়দপুরে বৈদ্যুতিক মিটার বিস্ফোরণে ৩০টি ঘর পুড়ে ছাই

Nilphamari Fire Pic-1(1)নীলফামারীর সৈয়দপুরে বাড়ির বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে শটসার্কিট হয়ে আগুনে ১২টি পরিবারের ৩০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লোকমান জানান, সকাল ১১টার দিকে ওই গ্রামের ফিরাজুল ইসলামের বাড়ির পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক মিটার হঠাৎ বিস্ফোরণে শটসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ফিরাজুলসহ ওই গ্রামের ১২টি পরিবারের ৩০টি বসতঘর এবং ঘরে থাকা নগদ টাকা, ধান, চাল ও আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।

এছাড়াও আগুনে একটি মোটরসাইকেল পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিরাজুল ইসলাম জানান, বাড়ির মিটার বিস্ফোরিত হয়ে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

/বিএল/