সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস (ছবি- নীলফামারী প্রতিনিধি)

নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। এসময় আরও তিন জন আহত হয়েছেন। বুধবার (২১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সৈয়দপুর-ঢাকা মহামড়কের কামারপুকুর ইউনিয়নের  চিকলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম।

নিহতরা হলেন, মামনুর রশিদ (৪০) ও মনিরুল ইসলাম (৩৯)। আহতরা হলেন, আবু সাইদ (২৯) হানিফ (৩০) ও আব্দুল হাই (৩৪)। তাদের প্রথমে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতদের নাম জানা গেলেও বিস্তারিত জানা যায়নি।

স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। মাইক্রোবাসটি চিকলী বাজার এলাকায় পৌঁছোলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হন। অপর তিন জনকে আহতাবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব বেশি হওয়ায় ট্রাকটি আটক করা যায়নি। দুর্ঘটনা পর পরই ট্রাকটি পালিয়ে গেছে।’

/জেবি/

আরও পড়তে পারেন: রাঙ্গাকে আহ্বায়ক করে রংপুর জেলা জাপার সম্মেলনের প্রস্তুতি