গাইবান্ধায় কৃষক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

আইন-আদালতগাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জিল্লুর রহমান (৪০) নামে এক কৃষককে হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন মোখলেছুর রহমান, আরিফুল ইসলাম, সিদ্দিক মিয়া, আলমগীর হোসেন, আব্দুল জলিল ও সেকেন্দার আলী। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আরিফুল ইসলাম পলাতক রয়েছে। তাদের সবার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার খামার মামুদপুর গ্রামে।

মামলার নথি থেকে জানা যায়, খামার মামুদপুর গ্রামের মোখলেছুর রহমানের সঙ্গে জমিজমা নিয়ে একই গ্রামের জিল্লুর রহমানের দ্বন্দ্ব চলছিল। ২০০৫ সালে ৫ ফেব্রয়ারি মোখলেছুর তার লোকজন নিয়ে জিল্লুরের ওপর হামলা চালায়। এতে জিল্লুর গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে মারা যান। 

এ ঘটনার পলাশবাড়ি থানায় হত্যা মামলা দায়ের হয়। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারক দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন। আসামিদের মধ্যে একজন পলাতক রয়েছে। অন্যরা কারাগারে আছে।

/বিএল/