বুড়িমারী সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশি আটক

লালমনিরহাটলালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারপাড়া সীমান্তে লিটন মিয়া (১৭) নামে এক বাংলাদেশিকে গরুসহ আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৬ জুলাই) ভোর ৫টার দিকে তাকে আটক করা হয়।

লিটন মিয়া লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে।

লালমনিরহাট-১৫বিজিবি ব্যাটালিয়ন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় লিটনসহ কয়েকজন বাংলাদেশি গরু পারাপার করছিল। ভোরে বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ওপারে ভারতের ৩০০ গজ অভ্যন্তরে লিটনকে আটক করে বিএসএফ। এসময় অন্যরা পালিয়ে যায়। বর্তমানে লিটন কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পে আটক অবস্থায় রয়েছে। তাকে মারধর করা হয়েছে বলে সীমান্তের একটি সূত্র জানিয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ জানান, ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের একটি টহল দল বুধবার ভোর ৫টার দিকে লিটন মিয়াকে মাস্টারপাড়া সীমান্তে গরুসহ আটক করেছে।

তিনি আরও জানান, বিএসএফকে কড়াপ্রতিবাদপত্র পাঠানো হয়েছে। এছাড়াও লিটনের ব্যাপারে বিজিবির বুড়িমারী কোম্পানি ও বিএসএফের চ্যাংরাবান্ধা কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

/এআর/