সাঁওতাল পল্লির লুটপাট হওয়া মালামাল উদ্ধারে পিবিআই’র অভিযান

সাঁওতাল পল্লির লুটপাট হওয়া মালামাল উদ্ধারে পিবিআই’র অভিযানগাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লিতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, গুলি করে তিন সাঁওতাল হত্যার পর লুটপাট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।সোমবার (৭ আগস্ট) দুপুর ১২টা থেকে পিবিআই গাইবান্ধার সদস্যরা অভিযান শুরু করে।

পিবিআই গাইবান্ধা, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ৬ নভেম্বর সাঁওতাল পল্লিতে হামলার সময় সাঁওতালদের ঘরের টিন, শ্যালো মেশিনসহ বিভিন্ন মালামাল লুটপাটের ঘটনা ঘটে। এসব লুটপাট হওয়া মালামাল এলাকার বিভিন্ন ব্যক্তির বাড়িতে আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।

For all editors psd by nadimতিনি আরও জানান, অভিযানে ঘরের টিনসহ বেশ কিছু মালামাল জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষ হলে জব্দ তালিকা করে লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/বিএল/