হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু

hiliএকদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।
বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব মো. শাহিনুর ইসলাম শাহিন জানান, মঙ্গলবার (১৫ই আগস্ট) বাংলাদেশের জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ ছিল। আজ দুপুর থেকে বন্দর দিয়ে ফের দুদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আফতাব হোসেন জানান, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম চালু ছিল।

/এআর/