গোবিন্দগঞ্জে বন্যার পানিতে ডুবে নারীর মৃত্যু

গাইবান্ধা জেলাগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে বুলি বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া গোসল করতে গিয়ে করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী মিরা খাতুন (৯) নিখোঁজ রয়েছে।

রবিবার (২০ আগষ্ট) বিকালে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমরা ইউনিয়নের রামপুরা গ্রামে ও কাটাখালির করতোয়া নদীতে পৃথকভাবে এ ঘটনা ঘটে।

বুলি বেগম গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের রামপুরা গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। নিখোঁজ মিরা খাতুন হাতিয়া গ্রামের আলম মিয়া মেয়ে।

স্থানীয়রা জানান, বন্যার পানিতে বুলি বেগমের বাড়ি পাশে রাস্তাঘাট তলিয়ে যায়। বিকালে বুলি বেগম রাস্তা পার হতে গিয়ে পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।

অপরদিকে, মিরা গোসল করতে তার সহপাঠী ৩-৪ জনকে কাটাখালি এলাকার করতোয়া নদীতে লাফালাফি করছিলো। এসময় মিরা নদীতে লাফ দিলে আর ভেসে ওঠেনি। পরে স্থানীয় লোকজন তাকে খোঁজাখুজি করেও সন্ধান পায়নি। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘পানিতে ডুবে বুলি বেগমের মৃত্যু হয়েছে। এছাড়া পানিতে ডুবে নিখোঁজ মিরাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।’

/এআর/