দিনাজপুরে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ১০

দিনাজপুরমাদক উদ্ধারের নামে এক ব্যক্তিকে মারধর করায় দিনাজপুরের রামসাগর সড়কে হাজী দিঘীর মোড়ে ডিবি পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার (১০ সেপ্টেম্বর) বিকালে দিনাজপুর সদরের মহব্বতপুর গ্রামে ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। এসময় নুরুজ্জামান (২২) নামের এক ব্যাক্তির কাছে মাদক আছে বলে তাকে মারধর করে। এসময় এলাকাবাসী বাধা দিলে ডিবি পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ঘটে। একপর্যায়ে স্থানীয়দের ওপর ডিবি পুলিশ লাঠিচার্জ করলে ডিবি তাদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বেধে যায়। এ সময় সেখানে থাকা ডিবি পুলিশ পালিয়ে যায় এবং পরক্ষণে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর ওপর লাঠিচার্জ শুরু করে। এতে কমপক্ষে ১০ জন গ্রামবাসী আহত হয়।
এই ঘটনায় এলাকার লোকজন রাস্তায় এসে জড়িত ডিবি পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে। এসময় তারা সড়কে গাছের গুড়ি ও ইট দিয়ে অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। পরে রাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে শান্ত করেন।
এলাকার লোকজন জানায়, প্রায়ই ডিবি পুলিশের লোকজন এখানে এসে নিরীহ জনগনকে হয়রানি করে। কিন্তু আসলেই যারা মাদকের সঙ্গে জড়িত তারা ধরাছোয়ার বাইরেই থাকে।
এলাকাবাসীর অভিযোগ, নুরুজ্জামান মাদকের সাথে জড়িত নয়, বিষয়টি জানানোর পরও তাকে মারধর করা হয়। এই বিষয়টি জানানোর পর উল্টো ডিবি পুলিশের লোকজন গ্রামবাসীর উপর চড়াও হয়ে মারধর করে চলে যায়। পরক্ষণে অতিরিক্ত পুলিশ এসে আবারও গ্রামবাসীদেরকে মারধোর করে। যার কারণে তাদের প্রতিহত করতে গ্রামবাসী রাস্তায় নেমে আসে।
এ ব্যাপারে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের মোবাইলে ) একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, কোনও পুলিশ আহত হয়নি। ঘটনার বিষয়ে পরে জানানো হবে বলে জানান তিনি।