হিলিতে নিষিদ্ধ ট্যাবলেট ও ফুচকা উদ্ধার

হিলি সিমান্ত থেকে আটক মালামাল

দিনাজপুরের হিলি সীমান্তে থেকে ভারতীয় ১ লাখ ২৮ হাজার পিস গরু মোটাতাজাকরন ডেক্সিন ট্যাবলেট ও ৪৫ কেজি ফুচকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকাল ৮টায় হিলি সীমান্তের চেংগ্রাম মাঠ থেকে এসব উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের সিজার মূল্য ৩৮ লাখ ৬২ হাজার ৫শ’ টাকা। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জুলফিকার আলী বাংলা ট্রিবিউনকে জানান, চোরাকারবারিরা ভারতীয় ট্যাবলেটের বড় একটি চালান নিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি বিশেষ দল সকালে হিলি সীমান্তের চেংগ্রাম মাঠ এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। বিজিবি’র সদস্যরা সেখান থেকে কয়েকটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ভারতীয় ১ লাখ ২৮ হাজার পিস ডেক্সিন ট্যাবলেট ও ৪৫ কেজি ফুচকা উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। পরে মালামালগুলো সিজারের মাধ্যমে হিলি স্থল শুল্ক স্টেশন গুদামে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়তে পারেন: ফেনীতে অস্থির চালের বাজার, নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের অভিযান