গাইবান্ধায় অবিরাম বৃষ্টিতে জনজীবন স্থবির

অবিরাম বৃষ্টিতে গাইবান্ধায় জলাবদ্ধতা 

দুইদিনের অবিরাম বৃষ্টিতে গাইবান্ধায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বৃষ্টির কারণে নিম্নাঞ্চলসহ শহরের বিভিন্ন মোড় ও অলিগলির রাস্তাঘাট প্লাবিত হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। এছাড়া ঘর থেকে বের হতে না পারায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। কেউ জরুরি কাজে বাইরে বের হলেও রিকশা বা যানবাহন না পেয়ে পড়ছে বিরম্বনায় ।

শুধু গাইবান্ধা শহরে নয়, জেলার সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ ও  পলাশবাড়িসহ সাত উপজেলা শহরের রাস্তাঘাট বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। টানা বৃষ্টিতে জেলা ও উপজেলা শহরের স্কুল-কলেজ খোলা থাকলেও উপস্থিতি নেই। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।

অবিরাম বৃষ্টিতে গাইবান্ধায় জলাবদ্ধতা

অপরদিকে, টানা বৃষ্টিতে নিম্নঞ্চলের অনেক জমির আমন ধানসহ ফসলি জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এভাবে বৃষ্টি অব্যহত থাকলে আমন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। 

আরও পড়তে পারেন: কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ তিন জন আটক