সীমান্তে চোরাচালানের সাইকেল রেখেই উধাও চোরাকারবারিরা

হিলি সীমান্ত (ফাইল ফটো)ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ছয়টি বাইসাইকেল দিনাজপুরের হিলি সীমান্তে রেখে পালিয়েছে চোরাকারবারিরা। শুক্রবার (১৭ নভেম্বর) রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

বিজিবি হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল শুক্রবার রাতে হিলি সীমান্তের নন্দিপুর এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সাইকেলগুলো ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সাইকেলগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। তবে কোনও চোরাকারবারিরাকে আটক করা সম্ভব হয়নি।

বাইসাইকেলগুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।