রমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের (রমেক) ইন্টার্ন চিকিৎসকরা দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে তারা এ ধর্মঘটের ডাক দেন। তাদের দাবি মানা না হলে এ ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইন্টার্ন ডাক্তাররা। আকস্মিক এ ধর্মঘটের ফলে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

ইন্টার্ন ডাক্তারদের দাবিগুলো হচ্ছে নিরাপদ কর্মস্থলের পরিবেশ সৃষ্টিসহ তাদের নিরাপত্তা ও রোগীদের স্বজনদের ওয়ার্ডে ঢুকার জন্য প্রবেশ পত্র সিস্টেম চালু করা।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. গৌরাঙ্গ কুমার জানান, গত ২০ নভেম্বর রাতে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে কর্মরত থাকাকালে কর্তব্যরত ইন্টার্ন ডাক্তারদের সঙ্গে রোগীর স্বজনরা চরম খারাপ আচরন করে। তারা তাদের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ নিয়ে ৬ মাসে ২০ বার তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বার বার আশ্বাস দিয়েও কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। সে কারণে তারা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছে।

আরও পড়ুন: নাটোরে ছয় দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ