‘বর্তমান সরকারের সময়ে জামায়াত-বিএনপিও শান্তিতে রয়েছে’

স্থলবন্দরের ড্রাইভার ও হেলপার কল্যাণ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শিবলী সাদিকবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য এবং দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক বলেছেন, ‘আজ শুধু শ্রমিক, চাকরিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার নন, প্রত্যেকে বাংলাদেশের মাটিতে শান্তিতে রয়েছেন। বঙ্গবন্ধুকন্যার শাসনামলে জামায়াত-বিএনপির মানুষেরাও শান্তিতে আছেন।’

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় হিলি স্থলবন্দরের চার মাথা মোড়ে হিলি স্থলবন্দরের ড্রাইভার ও হেলপার কল্যাণ শাখার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। আজ তারই সুযোগ্য কন্যা আমাদের দেশ পরিচালনা করছেন। আজ যে হারে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে, শ্রমিকের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হচ্ছে, এর আগে কোনও সরকারের আমলে এমন সুযোগ সৃষ্টি হয়নি। এই সম্ভাবনাগুলোকে নস্যাৎ করতে দেওয়া যাবে না। আজ ওই হায়নারা ১০ বছরের ক্ষুধার্ত পেট নিয়ে আবারও ক্ষমতায় আসার পাঁয়তারা করছে। তাই আমাদের সবাইকে সব ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে শেখ হাসিনার সরকার যেন আবারও ক্ষমতায় আসে সেই চেষ্টা করতে হবে। একইসঙ্গে তাদের (বিএনপি-জামায়াত) ক্ষমতায় আসার দিবাস্বপ্ন নস্যাৎ করে দিতে হবে।’

পরে তিনি হাকিমপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের উদ্বোধন করেন। হিলি স্থলবন্দর ড্রাইভার ও হেলপার কল্যাণ শাখার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী, হিলি স্থলবন্দর ট্রাক শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী, হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপ ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ, হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন, হাকিমপুর পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, হিলি স্থলবন্দর ড্রাইভার হেলপার কল্যাণ শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।