মহিমাগঞ্জে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ





আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানরংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ সুগার মিলের ২০১৭-২০১৮ সালের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন প্রধান অতিথি ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

অনুষ্ঠানে জানানো হয় চলতি মৌসুমে এ মিলে ৭০ হাজার মেট্রিক টনআখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর মিলস গেটস সাবজোনসহ ৮টি সাবজোনের আওতায় বিভিন্ন এলাকায় ৫ হাজার ৪০০ একর জমিতে আখ চাষ হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে আখ চাষ সম্পন্ন হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও বিএসএফআইস প্রধান (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী হারেজ আলী।

মহিমাগঞ্জ সুগার মিলের ব্যস্থাপনা পরিচালক ইউসুফ আলী সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীলাব্রত কর্মকার, সহকারী কমিশনার ভূমি রাফিউল ইসলাম, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে মিলের শ্রমিক-কর্মচারী ও আখ চাষিরা উপস্থিত ছিলেন।